কমলগঞ্জ সংবাদদাতা:: কমলগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে গত শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিক হয়।
সভায় বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
প্রেসক্লাব এর সদ্য সাবেক সভাপতি এম.এ.ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও চলতি দায়িত্ব পালনকারী সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষনা করেন এম.এ ওয়াহিদ রুলু।
পরে সাংবাদিক এস.কে দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ এর প্রস্তাবনায় ও সাব্বির এলাহীর সমর্থনে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক কালবেলা পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি মো. জুয়েল আহমেদ আহবায়ক, সাংবাদিক রাজকুমার সৌমেন্দ্র সিংহের প্রস্তাবনায় ও এস এম এবাদুল হক এর সমর্থনে দৈনিক সংবাদ ও উত্তরপূর্ব পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি শাহীন আহমেদ যুগ্ম আহবায়ক, অঞ্জন প্রসাদ রায় চৌধুরীর প্রস্তাবনায় ও শাহীন আহমেদ এর সমর্থনে দৈনিক নয়াদিগন্ত ও শুভ প্রতিদিন কমলগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান যুগ্ম আহবায়ক এবং সাংবাদিক বিশ্বজিৎ রায় ( দৈনিক জনতা ), প্রনীত রঞ্জন দেবনাথ ( দৈনিক সমকাল ), এম.এ ওয়াহিদ রুলু ( দৈনিক ইনকিলাব), এস. কে দাস ( দৈনিক সবুজ সিলেট),আব্দুল মুক্তাদির (দৈনিক সিলেট বাণী), সাব্বির এলাহী ( দৈনিক আমাদের সময়), রাজকুমার সৌমেন্দ্র (বাংলাদেশ বেতার), পিন্টু দেবনাথ ( বাংলাদেশ টু-ডে ),অঞ্জন প্রসাদ রায় চৌধুরী ( বাংলাদেশ টাইমস )কে সদস্য করে আহবায়ক কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে অলক দেব ( ভোরের কাগজ) ও এস,এম এবাদুল হক (পাতা কুড়িঁর দেশ) কে আহবায়ক কমিটির সদস্য অন্তর্ভূক্ত করা হয়।
নবগঠিত আহবায়ক কমিটি যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৯০ দিনের মধ্যে পুর্নাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবে।