Breaking News
Home / খেলা / আজ আলসাদে কাতারের বিপক্ষে খেলবে বাংলাদেশ

আজ আলসাদে কাতারের বিপক্ষে খেলবে বাংলাদেশ

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্টঃ
কাতারে অনুষ্ঠিত হচ্ছে কাতার-বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। ১৩ জুলাই বৃহস্পতিবার রাত আটটায় কাতারের বিপক্ষে এই প্রীতি ম্যাচে খেলবে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে দলটি দোহায় আসছে। কাতারের পর ফিলিস্তিনে এএফসি কাপে অংশ নেবে বাংলাদেশের এই দল। আলসাদ এলাকায় অবস্থিত আলসাদ (জাসেম বিন হামাদ) স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত হয়ে বাংলাদেশ দলকে সমর্থন ও উৎসাহিত করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। কাতারে আগত ৩০ জনের প্রতিনিধি দলে ২৩ জন খেলোয়ার এবং ৭ জন কর্মকর্তা রয়েছেন। ১২ জুলাই দুপুরে বাংলাদেশ থেকে কাতারের দোহায় এসে পৌঁছাবে। ১৬ জুলাই তারা কাতার ত্যাগ করবেন। দূতাবাসের কাউন্পেলর কাজী মুহাম্মদ জাভেদ ইকবাল এসব তথ্য জানান।
রাষ্ট্রদূত আসুদ আহমদ বলেন, এর ফলে দু দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও আন্তরিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। তিনি সব শ্রেণি ও পেশার প্রবাসী বাংলাদেশিদের প্রতি এই ম্যাচ উপভোগের আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ফুটবলে আধকানী ও বঙ্গমাতায় কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

আমিনুল ইসলাম হিমেল ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ সমাপ্ত হয়েছে।  ...