Breaking News
Home / কবিতা / আদর্শবান নেতা-জি.এম.কৃষ্ণা শর্ম্মা-কমলগঞ্জ বার্তা

আদর্শবান নেতা-জি.এম.কৃষ্ণা শর্ম্মা-কমলগঞ্জ বার্তা

জুয়েল আহমেদ , শুধু একটি নাম নয় ,
একটি চেতনা, একটি প্রেরণা!
এক খন্ড জীবন্ত সোনালী ইতিহাস।
একজন সময়ের সেরা অনুস্মরণীয়
অনুকরণীয় ব্যক্তিত্ব।
আলোকিত ব্যক্তি সমাজ,
জাতি এবং দেশ গড়ার কারিগর।
আমরা তোমায় নিয়ে স্বপ্ন দেখি
স্বপ্নের পরিধি জুড়ে শুধু তোমার সম্পৃক্ততা।
তুমি আমার দেখা এক মহান নেতা,
চির সত্য, চির উপমা, শুধু তোমার ক্ষমতা।
এদেশের মানুষ চায় একজন যোগ্য নেতা,
যা হয় তো তুমিও হতে পারো সেই জন
বের কর তোমার সৎ উদ্দেগ ও সুন্দর মন ।
আমার নেতা! আমার আদর্শ!
সবার ভালবাসার মানুষ।
আপনি ভালো থাকবেন সবসময়।
নেতা হচ্ছেন সেই মানুষ যিনি পথ জানেন, পথ চলেন এবং পথ দেখান। এগোবার জন্য নেতা দরকার, পথ প্রদর্শক দরকার। তাই ভ্রান্ত নেতার উশকানিতে পড়তে চাইনা। নিজের জীবন, আদর্শ, আবেগ, দেশপ্রেম এগুলো বরবাদ করতে চাইনা। আমি চাই একজন আদর্শ নেতা, একজন মনের মতন নেতা।

রচনাকালঃ ০৯, চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ।
কলমেঃ জি.এম.কৃষ্ণা শর্ম্মা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

পিতা মাতা

মনোয়ারা পারভীন ॥ খোদার দানে মা বাবাকে সবে পেলাম ভবে, তাদের সেবা করলে ধরায় সুখে ...