Breaking News
Home / আলোচিত খবর / আল্লামা নুরুল ইসলাম হাসেমীর ইন্তেকালে কমলগঞ্জ দরগাহ্ শরীফের পীর ছাহেবের শোক প্রকাশ- কমলগঞ্জ বার্তা

আল্লামা নুরুল ইসলাম হাসেমীর ইন্তেকালে কমলগঞ্জ দরগাহ্ শরীফের পীর ছাহেবের শোক প্রকাশ- কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥

শরীয়ত, তরীকত, মারেফাতের মারজা’ তথা অনুকরণীয় ব্যক্তিত্ব, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের ইমাম, ফুরফুরা দরবার শরীফের কাইয়্যূমে যামান হযরত আবদুল হাই ছিদ্দীকী ওয়াল কুরাইশী রহমতুল্লাহে আলাইহি ও মুফতী সাইয়্যেদ আমীমুল এহসান মোজাদ্দেদী বারাকাতী রহমতুল্লাহে আলাইহির ফয়েজপ্রাপ্ত, হাজারো মুহাদ্দিস, মুফাসসির, মুফতী ও আহলে মারেফাতের ওস্তাদ ও চট্রগ্রাম হাশেমী দরবার শরীফের পীর ছাহেব, আমাদের পরম শ্রদ্ধেয় মুহতারাম হযরত আল্লামা কাজী নূরুল ইসলাম হাশেমী কেবলা রহমতুল্লাহে আলাইহির আজ সকাল ৫ টা ইন্তেকাল করেন। তার ইন্তেকালে মৌলভীবাজার কমলগঞ্জের হযরত শাহ আজম রহঃ দরগাহ্ শরীফে পীর ছাহেব, উস্তাদুল উলামা, হযরত মাওলানা মোশাররফ আলী সাহেব তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন,দেশ-জাতি একজন অভিভাবক হারালো।
আল্লাহ তাকে জান্নাতের উঁচু যেন মাকাম দান করুন। তার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। তার পরিবার ও ভক্তবৃন্দদের সবরে জামিল এখতিয়ার করার তাওফীক দান করুন।ইন্তেকালের সময় তার বয়স ছিল ৯২ বছর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জের পৌর নির্বাচনে প্রচারণায় পিছিয়ে নেই বিএনপি! চলছে মেয়র প্রার্থীর মিছিল ও পথসভা-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ ২য় ধাপে আগামী ১৬ জানুয়ারি পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজারের ...