কমলগঞ্জ বার্তা ডেস্ক রিপোর্ট ।। বৈশ্বিক মহামারী “কোভিড১৯”-এর কারনে সাধারণ অসুস্থ হলেও কঠিন হয়ে যাচ্ছে চিকিৎসা বিষয়ক পরামর্শ কিংবা স্বাস্থ্যসেবা। আর এ লক্ষ্যে কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১০-ব্যাচ” -এর প্রাক্তন ৪ ছাত্রদের পক্ষ থেকে টেলিসেবার মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করার ব্যবস্থা করা হয়েছে।
আলাপকালে তারা বলেন, জাতীর এই় ক্রান্তিলগ্নে সাধারণভাবে চেম্বার করে চিকিৎসাসেবা প্রদান করা প্রায়ই অসম্ভব হয়ে গেছে। যার ফলে তারা মানবিক দিক থেকে মানুষদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য তাদের যােগাযােগ নাম্বার এবং তথ্য প্রদান করেছেন। আপনারা ঘরে বসে মোবাইলে যোগাযোগের মাধ্যমে ফ্রি চিকিৎসা নিন ।
ডাক্তারদের তথ্যঃ
১. ডাঃ সৌরভ কুমার যাদব, এমবিবিএস (সাস্ট)এফসিপিএস পার্ট ১ (সার্জারী) সময়:বিকাল ৩ টা –রাত১১ টা পর্যন্ত ।
মোবাইল নং ০১৭৩৭৬০২৩২৪।
২. ডাঃ আশরাফুল আলম রুমেল, (এমবিবিএস) নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট সময়ঃ বিকাল ৩ টা -রাত১১ টা পর্যন্ত।
মােবাইল নং ০১৭৩৮০৪৩৬২৩ ।
৩.ডাঃ কামরুল ইসলাম শামুন, (এমবিবিএস), নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট, সময়ঃ সন্ধ্যা ৬ টা-রাত ১১ টা পর্যন্ত।
মােবাইল নং ০১৭৫৮৮৪৮০৬৬ ।
৪.ডাঃ জি.এম. সাব্বির হাসান, (এমবিবিএস), পাবনা মেডিকেল কলেজ,
সময় সন্ধ্যা৬ টা -রাত ১২ টা পর্যন্ত ।
মোবাইল নং ০১৭০১০৩১৮৩২ ।
তাদের পক্ষ থেকে বলা হয় শারীরিক সমস্যা নির্দিষ্ট ভাবে কাগজে লিখে তারপর কল দেওয়ার জন্য এবং কল দেওয়ার সময় সাথে অবশ্যই কাগজ কলম রাখার জন্য।
Check Also
কমলগঞ্জে নবনির্মিত দু’টি শহীদ মিনারের উদ্বোধন-কমলগঞ্জ বার্তা
আমিনুল ইসলাম হিমেল ॥ কমলগঞ্জে নবনির্মিত দু’টি শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার ১২ ...