কমলগঞ্জ বার্তা ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের আলেপুর এলাকায় লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মো.হারুনুর রশিদ চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে আজ ১৬০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
নভেল করোণা ভাইরাসের কারণে মৌলভীবাজার জেলাজুড়ে লকডাউন চলমান থাকায় কর্মহীন অসহায় এসব পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আজ ( ১৮ এপ্রিল) শনিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় আলেপুর দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে এ ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ উপজেলা ইলেকট্রিশিয়ান সমিতির সাধারণ সম্পাদক জাফর ইকবাল চৌধুরী রিপন, মাদ্রাসার পরিচালক কমলগঞ্জ সরকারি কলেজের সিনিয়র রোভারমেট আব্দুস সামাদ চৌধুরী, মাদ্রাসার সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, মাসুদ আহমেদ চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।