Breaking News
Home / আলোচিত খবর / কমলগঞ্জের ইসলামপুর একতা সামাজিক সংগঠন (এসাস)-এর আত্ব প্রকাশ

কমলগঞ্জের ইসলামপুর একতা সামাজিক সংগঠন (এসাস)-এর আত্ব প্রকাশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের  পিএমপি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে রবিবার ২ আগষ্ট) সমাজসেবাকে মূল লক্ষ্য রেখে মোঃ তামিম আলীকে সভাপতি ও মোঃ ইমাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট “একতা সামাজিক সংগঠন” নামে একটি সামাজিক সংগঠনের আত্ব প্রকাশ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান  বিলকিস বেগম। বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক শ্যামাকান্ত সিংহ, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফজলুল বখত, সমাজকর্মী নজরুল ইসলাম ও জনাব গোলাম রাব্বানী সাংবাদিক শাব্বির এলাহী, আসাবুজ্জামান শাওন। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক মোঃ আতিকুর রহমান আতিক। সভা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও নির্বাচিত কমিটির সকল সদস্যকে ক্রেস্ট উপহার হিসেবে প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে বিএমএসএফ’র পক্ষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল॥ কমলগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র পক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ...