Breaking News
Home / কবিতা / কমলগঞ্জের বাঘাছড়া চা বাগানে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জের বাঘাছড়া চা বাগানে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন-কমলগঞ্জ বার্তা

ইসলাম পুর , কমলগঞ্জ প্রতিনিধি ॥ কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নে কুরমা চা বাগানের ফাঁড়ি বাঘাছড়া চা বাগানে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, মৌলভীবাজার পবিস কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী গণেশ চন্দ্র দাস, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, সাবেক বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, কমলগঞ্জ পৌর মেয়র জনাব জুয়েল আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, আওয়ামীলীগ নেতা আসিদ আলী প্রমুখ। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা যায়, ৩৯ লক্ষ টাকা ব্যয়ে ২.০৬ কিলোমিটার নতুন নির্মিত লাইনে ১০৭ জন গ্রাহক বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের কারাদন্ড-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা রিপোর্ট ॥ কমলগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে নির্মল চন্দ্র সম্ভ (২৫) নামে ...