=
রাজু দত্ত, কমলগঞ্জ ( মৌলভীবাজার ) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের আয়োজনে রবিবার (৮ মার্চ) সন্ধা ৬ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মাধবপুর ইউ/পির মহিলা সদস্য সুমিত্রা বালা নুনিয়ার সভাপতিত্বে ও সুমি নুনিয়া ‘র পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার, সুনামগঞ্জ আসনের মহিলা সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,অধ্যক্ষ নুরুল ইসলাম ইসলাম, বৃহত্তর সিলেটে আদিবাসী ফোরামের সহ সভাপতি জিডিসন প্রধান সূচিয়ান, সাংবাদিক শাহিন আহমেদ, সাংবাদিক নির্মল এস পলাশ, সাংবাদিক রাজু দত্ত, বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের উপদেষ্টা ভীম্পল সিনহা ভোলা প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরাম এর নেত্রী সীতা পাশি ।