কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্টঃ মৌলভীবাজারের জেলার কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আনোয়ার খান (৯৫) আর নেই। সোমবার ভোর সাড়ে ৫ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুন্সীবাজার ইউনিয়নের সরিষকান্দি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকাল ৩ঘটিকায় সিদ্ধেশ্বরপুর শাহী ঈদগাহ ময়দানে বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতিতে মরহুমের জানাযার নামাজ শেষে সিদ্ধেশের পুর কবরস্থানে দাফন করা হয়।মরহুম মো: আনোয়ার খান একজন সৎ, সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কমলগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার খানের মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Check Also
কমলগঞ্জে ভারতীয় ৩১ বোতল মদসহ নারী আটক-কমলগঞ্জ বার্তা
আমিনুল ইসলাম হিমেল ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে ৩২ বোতল ভারতীয় মদ সহ অঞ্জনা সিনহা (৩০) নামে ...