Breaking News
Home / কমলগঞ্জ / কমলগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার খান আর নেই

কমলগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার খান আর নেই

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্টঃ মৌলভীবাজারের জেলার কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আনোয়ার খান (৯৫) আর নেই। সোমবার ভোর সাড়ে ৫ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুন্সীবাজার ইউনিয়নের সরিষকান্দি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকাল ৩ঘটিকায় সিদ্ধেশ্বরপুর শাহী ঈদগাহ ময়দানে বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতিতে মরহুমের জানাযার নামাজ শেষে সিদ্ধেশের পুর কবরস্থানে দাফন করা হয়।মরহুম মো: আনোয়ার খান একজন সৎ, সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কমলগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার খানের মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে ভারতীয় ৩১ বোতল মদসহ নারী আটক-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে ৩২ বোতল ভারতীয় মদ সহ অঞ্জনা সিনহা (৩০) নামে ...