আমিনুল ইসলাম (হিমেল)
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী সমাবেশ করে পুলিশ। পুলিশ সদর দফতর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ১৭ অক্টোবর রোজ শনিবার সকাল ১০টার সময়
সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শামিম ওসমানের সঞ্চালনায়
কমলগঞ্জ থানার ১নং রহিমপুর ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই কাসেম এর সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
১নং রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ এস আই হামিদ ও রহিমপুর ইউনিয়নের সকল সদস্য বৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন-সুধীজন,স্কুল কলেজের ছাত্র ছাত্রী ,শিক্ষকসহ প্রমূখ।