ষ্টাফ রিপোর্টার ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে হাঁস খাওয়ায় জীবিত অজগর সাপকে পিটিয়ে হত্যা করেছেন গ্রামবাসী। অথচ স্থানীয় রাজকান্দি বনবিভাগ অজগর হত্যার বিষয়টি অস্বীকার করেছে। খাদ্যের সন্ধানে অজগরটি বেড়িয়ে এসেছিল বলে ধারনা করা হচ্ছে। ঘটনাটি ১৬ মে শনিবার বিকালে আদমপুর ইউনিয়নের কাঠাঁলকান্দি গ্রামে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন।
জানা যায়, রাজকান্দি বনাঞ্চল থেকে খাদ্যের সন্ধানে বেড়িয়ে আসে একটি অজগর সাপ। কাঠাঁল কান্দি গ্রামের সাবেক মেম্বার আব্দুল ওয়াহিদের বাড়ির পাশ্বর্বতী ধানি জমিতে থাকা ৩টি হাঁস খেয়ে ফেলে অজগরটি। এসময় এলাকার কয়েকজন যুবক চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসেন। এলাকার সামাদ মিয়ার ছেলেরা অজগরটিকে পিঠিয়ে হত্যা করে।
স্থানীয় বনবিভাগের লোকজন বিষয়টি জানলেও কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। অজগর হত্যার বিষয়টি অস্বীকার করেছে বলে লাউয়াছড়া বন্য প্রানী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গলস্থ রেঞ্জার মোনায়েন হোসেন জানিয়েছেন। এ ব্যাপারে রাজকান্দি রেঞ্জার আবু তাহের কে মোবাইল যোগাযোগ করলে পাওয়া যায়নি।
লাউয়াছড়া বন্য প্রানী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের রেঞ্জার মোনায়েন হোসেন বলেন,বিষয়টি খবর পেয়ে স্থানীয় আদমপুর বিটে যোগাযোগ করলে বিট কর্মকর্তা অজগর হত্যার কোন সংবাদ পাননি বলে আমাকে জানান। এদিকে অজগর হত্যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবেশবাদীরা তীব্র নিন্দা জানিয়েছেন।
Check Also
কমলগঞ্জে গাঁজা সহ ২ জন আটক-কমলগঞ্জ বার্তা
কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ কমলগঞ্জে মাদক দ্রব্য গাজা সহ ২ জনকে আটক করেছে পুলিশ। ...