কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্টঃ কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী পপি বেগম (১৮) গত শনিবার (২৩ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ রয়েছে। শনিবার কলেজে ক্লাস পরীক্ষা দিয়ে ছাত্রীটি আর বাড়ি ফিরে যায়নি। এ ঘটনায় ছাত্রীর পিতা কমলগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। কমলগঞ্জ থানায় করা মেয়ের বাবা ফারুক বক্স (৫০)-এর করা সাধারন ডায়েরী সূত্রে জানা যায়, তার মেয়ে পপি বেগম (১৮) কমলগঞ্জের আব্দুর গফুর চৌধুরী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণি মানবিক শাখার ছাত্রী। শনিবার কলেজের শ্রেণি পরীক্ষায় অংশ নিতে সে ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে কলেজে এসে পরীক্ষায় অংশ গ্রহন করলেও পরে আর বাড়ি ফিরে যায়নি। তাকে অনেক খোঁজা খোঁজির পরও পাওয়া না গেলে শনিবার রাতে তিনি (পিতা) কমলগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন। থানায় করা ডায়েরী নম্বর ১২৭৩, তারিখ ২৪ সেপ্টেম্বও ২০১৭। কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান ছাত্রী নিখোঁজে থানায় সাধারন ডায়েরীর সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।
Check Also
কমলগঞ্জে গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু-কমলগঞ্জ বার্তা
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কালাছড়া এলাকায় গাছ চাপায় এক বৃদ্ধার ...