আমিনুল ইসলাম হিমেল॥
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার জেনুইন কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে সিএনজি-অটোরিক্সায় মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের রাষ্টও বিজ্ঞানের অনার্স ১ম বর্ষের মেধাবী কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার প্রতিবাদে মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বুধবার সকাল ১০ টায় মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়। প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল হক, শিক্ষানুরাগী সদস্য হামিদুল হক চৌধুরী বাবর, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ইলিয়াছুর রহমান, কবি শহীদুর রহমান সায়েদ কেজি স্কুলেল শিক্ষক ঝলক দত্ত, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাহাত চৌধুরী, জনি চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুন্সীবাজার ব্যবসায়ী সমিতি, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠন মানববন্ধনে আত্ম প্রকাশ করে।
এ সময় বক্তারা অবিলম্বে মামলার প্রধান আসামীকে গ্রেফতারের দাবীতে সিএনজি চালক আব্দুল মতলিবকে গ্রেফতার করে দুষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা আড়াইটায় কমলগঞ্জের মুন্সীবাজার জেনুইন কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার পথে পরানধর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত কলেজ ছাত্রী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীর কাকা (চাচা) শিবুল শীল বাদি হয়ে শুক্রবার দু’জন কে আসামী করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার ২য় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
Home / কমলগঞ্জ / কমলগঞ্জে কলেজ ছাত্রীর শ্লীলনতাহানী চেষ্টা : প্রধান আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
Check Also
কমলগঞ্জে গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু-কমলগঞ্জ বার্তা
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কালাছড়া এলাকায় গাছ চাপায় এক বৃদ্ধার ...