কমলগঞ্জ প্রতিনিধি ॥
মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের ভানুগাছ-সরই বাড়ী সড়কটির করিমবাজার এলাকা পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজ ইতিপূর্বে সম্পন্ন হলেও তৎ পরবর্তী আরও ১ কিঃ মিঃ কাঁচা রাস্তা এ বছর পাকাকরণ হওয়ার কথা ছিল। করোনার কারণে এখনও শুরু হয়নি পাকা করণের কাজ । রাস্তাটির পাকাকরণ কাজ শুরু নাহওয়ায় এবং কাঁচা রাস্তার কোনরুপ সংস্কার না হওয়ায় চলমান বর্ষাকালীন সময়ে রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে ওঠেছে । করিম বাজার থেকে নতুন বাজার মসজিদের পাশ হয়ে ফরেস্ট অফিস, মেম্বারের বাড়ী পর্যন্ত প্রায় দেড় কিঃ মিঃ রাস্তার বিভিন্ন স্থানে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। সড়ইবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক এর উপরে শিক্ষার্থীর একমাত্র চলাচলের রাস্তা এটি। শুধু তাই নয় স্থানীয় বাজারে যাওয়ার কালে এ রাস্তা ব্যবহার করতে হয় এলাকা বাসিকে। বৃষ্টিতে রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরর শিক্ষার্থী ও এলাকার লোক জন । স্থানীয় জনপ্রতিনিধিদের রাস্তাটির বেহাল অবস্থার কথা বার বার বলা হলেও দুর্ভোগের অবসান হয়নি । তাই এই দেড় কিলোমিটার কাঁচা সড়কের বিভিন্ন স্থানে ধানের চারা রোপন করে এক ব্যতিক্রমী প্রতিবাদ জানালেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা এই রাস্তাটি পাকা করার বিষয়ে সংশ্লিষ্টরা দ্রুত সিদ্ধান্ত নেবেন।
স্থানীয় মহিলা ইউপি সদস্য আমেনা বেগম মুঠোফোনে আলাপে এ প্রতিনিধি কে জানান, অনেক রাস্তা পাকা করার প্রস্তাব পাঠানো হয়েছে। সেগুলোর মধ্যে ওই রাস্তাটিও আছে। স্থানীয় ইউপি সদস্য কালাম মিয়ার ফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।