মোঃ মালিক মিয়া / রাফি আহমদ রিপন ।।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের উজিরপুর গ্রামে বাবুল মিয়া (৬০) নামে এক কৃষক শ্বাসকষ্ট ও বমি নিয়ে মৃত্যুবরণ করেছেন। করোনা সন্দেহে বুধবার রাতে মেডিক্যাল টিম নিহতের নমুনা সংগ্রহ করেছে। পরিবারকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার উজিরপুর গ্রামে।
স্থানীয়রা জানান, উজিরপুর গ্রামের কৃষক বাবুল মিয়া দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন। বুধবার রাতে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে য়ায় এবং রক্তবমি হয়ে তিনি মারা যান। তার মৃত্যুর পর এলাকায় আতঙ্ক দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল টিম রাতেই নিহতের নমুনা সংগ্রহ করে এবং নিহতের পরিবারকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরিবার সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।