Breaking News
Home / কমলগঞ্জ / কমলগঞ্জে ডুবার পানিতে ডুবে মামা-ভাগনীর মৃত্যু-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জে ডুবার পানিতে ডুবে মামা-ভাগনীর মৃত্যু-কমলগঞ্জ বার্তা

স্টাফ রিপোর্টার কমলগঞ্জের আদমপুরে একটি ডুবার পানিতে ডুবে মামা-ভাগনীর করুন মৃত্যু হয়েছে। তারা হলো দশ বছরের মামা জোবায়ের হোসেন শুভ ও সাত বছরের ভাগনী মীম আক্তার।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ২৭ জুন দুপুর দেড় টায় আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও  গ্রামে ঘটনাটি ঘটে। নিহত জোবায়ের হোসেন শুভ ভানুবিল গ্রামের মৃত পুতুল মিয়ার ছেলে এবং নিহত মীম এর বাড়ি পার্শবর্তী মধ্যভাগ এলাকার জব্বার মিয়া মেয়ে।

জানা যায়, মীম এর পিতা জব্বার মিয়া বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গেলে শিশুরাও সেখানে দেখতে যায়। একসময় সবার অগোচরে মামা ভাগনী মাছ ধরা দেখতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ খুঁজা খুজির পর ডোবার পানিতে লাশ দু’টি ভেসে উঠলে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান ও আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে ডিম ফুটে বের হলো ১৫ খইয়া গোখরার বাচ্চা-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল ॥ কমলগঞ্জে প্রথমবারের মতো ডিম ফুটে বের হলো ১৫ টি খইয়া গোখরা সাপের ...