কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মদনমোহনপুর চা বাগানের বাসিন্দা শ্রীমঙ্গল সরকারী কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র সুমন গমেজ (২৫)কে এক সপ্তাহে খোঁজ পাওয়া যায়নি। সে লেখাপড়ার পাশাপাশি শ্রীমঙ্গল কো-অপারেটিভ সোসাইটির ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিল। গত ১৭ জানুয়ারি বিকাল ৪টায় হবিগঞ্জের তেলিয়াপাড়ার উদ্দ্যেশে শ্রীমঙ্গল খ্রীষ্টিয়ান মিশন সংলগ্ন ভাড়া বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় গত ১৯ জানয়ারি একটি সাধারণ ডায়েরী করা হয় (ডায়েরী নং ১১৬৭)। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা রঙ্গের চেক শার্ট, কালো পেন্ট, কালোর মধ্যে জেকেট এবং তার গায়ের রঙ শ্যামলা। কোন সুহৃদবান ব্যাক্তি এই ছেলের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা রনি সরকার-০১৭১২৬০০৩৬৬, প্রবীন গমেজ- ০১৭৬৬৫৭১৭৬৪ মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
Check Also
কমলগঞ্জের শমশেরনগর শহীদ মিনারে সিএনজি স্ট্যান্ড-কমলগঞ্জ বার্তা
কমলগঞ্জ বার্তা রিপোর্ট ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পোস্ট অফিসের সম্মুস্থ প্রধান শহীদ মিনারটি সিএনজি অটো রিক্স্রা ...