Breaking News
Home / কমলগঞ্জ / কমলগঞ্জে নিখোঁজ হওয়ার সাতদিনেও সন্ধান মিলেনি কলেজ ছাত্রী হেপী রানীর

কমলগঞ্জে নিখোঁজ হওয়ার সাতদিনেও সন্ধান মিলেনি কলেজ ছাত্রী হেপী রানীর

আমিনুল ইসলাম হিমেলঃ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মইদাইল গ্রামের বীরেন্দ্র দেবনাথের মেয়ে হেপী রানী দেবনাথ (১৮) নামক একটি কলেজ ছাত্রী ১ জুলাই সকাল ৯টায় বৃন্দাবনপুর হুরুন্নেচ্ছা খাতুন চৌধুরী কলেজে ভর্তি হওয়ার কথা বলে আর বাড়ী ফিরেনি। তার পিতা বীরেন্দ্র দেবনাথ সকল আত্মীয়-স্বজনের বাড়ী ও আশেপাশের সকল গ্রামে এবং কলেজে খোঁজাখুঁজি করে পাঁচদিন পার হয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোজ হওয়ার সময় তার পড়নে ছিলো নীল রঙ্গের সেলেয়ার কামিজ, তার উচ্চতা আনুমানিক ৫ ফুট, গায়ের রং শ্যামলা, শারিরীক গঠন মাঝারি, মুখমন্ডল গোলাকৃতি, পরনে চশমা, সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। এদিকে গত পাঁচ দিনে অনেক খোঁজাখুঁজি করে কলেজ ছাত্রীর সন্ধ্যান না পেয়ে ৬ জুলাই বৃহস্পতিবার সকালে নিখোঁজ ছাত্রীর মা মীরা রানী দেবনাথ কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। কোন সুহৃদয় বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকলে ০১৭৪৯-০১৪৮৪১ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

প্রাথমিক শিক্ষার্থীরা স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ কেনার টাকা পাবে ১৭ই মার্চ

কমলগঞ্জ বার্তা ডেস্ক ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে ...