রাফি আহমদ রিপন, কমলগঞ্জ।। প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় মৌলভীবাজারের কমলগঞ্জে মানবতার কল্যাণে নবপ্রতিষ্ঠিত প্রমোদ নাথ-পুষ্প দেবী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর ও পালিতকোণা গ্রামে কর্মহীন ও অসহায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। রোববার দুপুর ১২টায় লক্ষীপুর রাধাকৃষ্ণ মন্দির ও বেলা ২টায় পালিতকোনা সার্ব্বজনীন পূজামন্ডপ প্রাঙ্গণে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নাথ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বেনু দেবনাথ। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভানুগাছ দেবনাথ সমিতির সভাপতি শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন প্রমোদ নাথ-পুষ্প দেবী কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা ভগবত পাঠক প্রমোদ রঞ্জন দেবনাথ, ট্রাস্টের ট্রাস্টি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক পিন্টু দেবনাথ, পরিমল দেবনাথ, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সদস্য বিশ^জিত দেবনাথ, পালিতকোনা সার্ব্বজনীন পূজামন্ডপের উপদেষ্টা ডা: রাকেশ দেবনাথ, মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি নন্দলাল দেবনাথ, সাধারণ সম্পাদক প্রদীপ মোহান্ত, সাগর দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে ৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণসহ প্যাকেটজাত খাদ্য সহায়তা প্রদান করা হয়।
Check Also
শাল্লায় সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কমলগঞ্জে মানববন্ধন
স্টাফ রিপোর্টার॥ সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে লুটপাট ও হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ...