Breaking News
Home / কমলগঞ্জ / কমলগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য জনসচেতনামূলক সেমিনার- কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য জনসচেতনামূলক সেমিনার- কমলগঞ্জ বার্তা

রাফি আহমেদ রিপন, কমলগঞ্জ ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে ২০১৯-২০২০ অর্থ বছরে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতামূলক” শীর্ষক জনসচেতনামূলক প্রচার প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেমিনারে প্রশিক্ষণ পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশারফ হোসেন।

উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক দুটি চা বাগানে দুই প্রতিবন্ধী গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

আমিনুল ইসলাম হিমেল ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের শমশেরনগর  ও আলীনগর চা বাগানে দুই ...