বিশ্বজিৎ রায়, আদমপুর থেকে ফিরে #
মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’ পালিত হয়েছে। মণিপুরী জাতি এক প্রাচীন ও সমৃদ্ধ ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অধিকারী। তাদের নিজস্ব এক সন আছে, ‘মলিয়াকুম’ নামের এই সনের ৩৪১৬ তম বর্ষবরণের এই আয়োজন রোববার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে অবস্থিত মণিপুরী কালচারেল কমপ্লেক্স প্রাঙ্গণে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
রোববার সকালে বিভিন্ন বয়সের নারী-পুরুষ বর্ণাঢ্য সাজে ঢোল, মৃদঙ্গ, পেনাসহ নানা বাদ্যযন্ত্র সহযোগে নেচে গেয়ে আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি আদমপুর বাজার প্রদক্ষিণ করে। দুপুরে অনুষ্ঠিত হয় মণিপুরীদের ঐতিহ্যবাহী কাং খেলা। আর মণিপুরী কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘শরোয় খাঙবা’ অনুষ্ঠান। দুপুরে উপস্থিত সবাই মিলে নিরামিষ খাবার গ্রহণের পর বিকেল ৪ টায় শুরু হয় ৬ টি গ্রামের ৬ টি নারীদলের অংশগ্রহণে চৈরাউবার অন্যতম আকর্ষণীয় লিকোন (কড়ি) খেলা প্রতিযোগিতা। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রায় এক ঘন্টাব্যাপী বর্ণাঢ্য মণিপুরী সংস্কৃতির পরিবেশনা। বিকেল সাড়ে ৫ টায় মণিপুরী চৈরাউবা পর্ষদের সহ সভাপতি জয়ন্ত কুমার সিংহের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইবুংহাল সিংহ শ্যামলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভার পর রাত ৮ টায় শুরু হয় চৈরাউবা উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ‘থাবল চোংবা নৃত্য’। বিপুলসংখ্যক যুবক-যুবতীর অংশগ্রহণে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এই লোকনৃত্যের পরিবেশনা চলে গভীর রাত পর্যন্ত।