Breaking News
Home / কমলগঞ্জ / কমলগঞ্জে মৌসুমী ফসলের ব্যাপক ফলন হলেও উপযুক্ত মূল্য পাচ্ছেন না চাষিরা

কমলগঞ্জে মৌসুমী ফসলের ব্যাপক ফলন হলেও উপযুক্ত মূল্য পাচ্ছেন না চাষিরা

রাফি আহমদ রিপন ।।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন হাট-বাজার এখন বিভিন্ন মৌসুমী ফলে ভরপুর। বিশেষ করে কাঁঠাল আর আনারসের সুমিষ্ট গন্ধে মুখরিত বাজারগুলো। তবে বাজারগুলোতে পর্যাপ্ত ক্রেতা না থাকায় চাষীরা তাদের উৎপাদিত ফলের ন্যায্য মূল্য পাচ্ছেন না।

করোনা পরিস্থিতে এবার ফলের বাজার অনেকটা ক্রেতা শূণ্য থাকায় বিরুপ প্রভাব পড়েছে মৌসুমী ফলের বাজার জাত করণে। এতে এ উপজেলার শমসেরনগর ও আদমপুর  পাইকারী বাজারের আড়তগুলোতে জমা হওয়া  লাখ লাখ টাকার মৌসুমী ফসল পচে নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন চাষীরা।

বাগান মালিক ও চাষীরা জানান, এবার ফলন ভালো হলেও শুধু সংরক্ষণের অভাবে নষ্ট হতে যাচ্ছে তাদের ফসল। দীর্ঘদিনের দাবির পরও এলাকায় প্রক্রিয়াজাতকরণ শিল্প, কোল্ডস্টোরেজ না থাকায় প্রতি বছর তাদের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। ফলে অনেকে ফসল ফলানোর আগ্রহ হারিয়ে ফেলছেন।

এ উপজেলার জেলার বিভিন্ন এলাকায় মৌসুমি ফল কাঁটাল ও আনারসের ফলন প্রতিবছরই বাড়ছে। বিশেষ করে কমলগঞ্জ  উপজেলার বিভিন্ন পাহাড়ি ও সমতল ভূমিতে আনারস,কাঁঠাল ও লিচু চাষের উপযোগী হওয়ায় অনেক চাষী আগ্রহ নিয়ে চাষ করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে কর্মদক্ষ নারীদের সেলাই মেশিন ও হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরন-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ...