কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্র পুর এলাকার স্থানীয় আওয়ামীলীগ নেতা আলতা মিয়া (৫০) কে ৫ এপ্রিল রাতে মিরতিংগা খেয়াঘাট খেলার মাঠের পাশের নির্জন জায়গায় সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। স্থানীয় দুই যুবক আলতা মিয়াকে পরে থাকতে দেখে তার পরিবারের লোকদের খবর দেয়। রক্তাক্ত জখম অবস্থায় তাকে রাত সাড়ে ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যান। সিলেট হাসপাতাল নেওয়ার পর তিনি সেখানে মারা যান বলে পরিবারের লোকজন জানিয়েছেন।