রিপন মিয়া, কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা ।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কমলগঞ্জ সোনালী ব্যাংক ভানুগাছ শাখায় কর্মরত কর্মকর্তা ( ক্যাশিয়ার) শরিফুল ইসলাম ও একই শাখার আনসার সদস্য মো.ইমরান হাবিবের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যাংক কর্মকর্তা ইমরান হাবিবের বাড়ি কুমিল্লায় ও আনসার সদস্যের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়। করোণা রোগ সনাক্ত হওয়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নেতৃত্বে প্রশাসন ভানুগাছ বাজারস্থ তাদের দুজনের ভাড়া বাসা আজ (১লা মে) শুক্রবার সন্ধ্যা ছয়টায় লকডাউন ঘোষণা করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূইয়া দুজন করোনা ভাইরাস পজেটিভ বিষয়টি নিশ্চিত করেছেন।
Check Also
কমলগঞ্জ উপজেলার ২নং পতনউষার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রসুলপুর গ্রামে সেচ্চাশ্রমে বাঁশ দ্বারা সেতু নির্মাণ-কমলগঞ্জ বার্তা
জি.এম.কৃষ্ণা শর্ম্মা, স্টাফ রিপোর্টার।। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ২নং পতনউষার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রসুলপুর গ্রামে সেচ্চাশ্রমে পশ্চিম ...