Breaking News
Home / জাতীয় / < কমলগঞ্জে সরকারের টেকসই উন্নয়নের উপর তথ্য অধিদপ্তরের সংবাদ সন্মেলন >

< কমলগঞ্জে সরকারের টেকসই উন্নয়নের উপর তথ্য অধিদপ্তরের সংবাদ সন্মেলন >

ষ্টাফ রিপোর্টার # মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ (এসডিজি), ভিশন ২০২১ এর লক্ষ্য ও অর্জন সমূহ এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভা, সঙ্গীতানুষ্টান এবং চলচিত্র প্রদর্শনী অনুষ্টিত হয়। সাংবাদিকদের প্রেসব্রিফিং করেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার মো: ইব্রাহীম মোল্লা সুমন।

প্রেসব্রিফিং উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ প্রমুখ। প্রেসব্রিফিং শেষে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি ব্রান্ডিং বিষয়ক বিশেষ উদ্যোগের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।  অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে পতনঊষার সড়কের বেহাল দশা! এ যেন মরন ফাঁদ-কমলগঞ্জ বার্তা

পতনঊষার, কমলগঞ্জ  প্রতিনিধি || শমসেরনগর টু পতনঊষার সড়ক আগ্নেয়টিলা সংলগ্ন ব্রিজের পাশে রাস্তার বেহাল দশা! এ ...