রাফি আহমদ রিপন, কমলগঞ্জ প্রতিনিধি ।।
করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সুরক্ষা নিশ্চিতে সাংবাদিকদের পিপিই দিয়েছেন কমলগঞ্জের কৃতি সন্তান, মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক বাবু প্রদীপ পাল। আজ ৫ জুন রোজ শুক্রবার সকাল ১১টায় সংগঠনের ভানুগাছ বাজারস্থ অস্থায়ী কার্য্যালয়ে আনুষ্টানিকভাবে এই পিপিইগুলো গ্রহণ করেন জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ ইউনিটের আহবায়ক আমিনুল ইসলাম হিমেল ও সদস্যসচি রাজন দত্ত রাজু। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবু বিশ^জিৎ রায়। বিশেষ অতিথি ছিলেন শ্রী ভক্ত দাস বৈষ্ণব। এ সময় সন্মানিত অতিথি বাবু প্রদীপ পাল বলেন, সব রকম দূর্যোগের প্রথম সারির যোদ্ধা হলেন সাংবাদিকরা। ঝুঁঁকিপূর্ণ কাজে সাংবাদিকরাই মানুষের কাছে যায়। মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকরা ভয়াবহ করোনা ঝুঁিকর মধ্যে থেকেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তাই ঝুঁঁকি এড়াতে স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর মতো সাংবাদিকদেরও সুরক্ষা দরকার। এসব পিপিই আপনাদের সুরক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে বলে মনেকরি । প্রধান অতিথির বক্তব্যে, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবু বিশ্বজিৎ
রায় বলেন, করোনা (কোভিড-১৯) মোকাবেলায় মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের মধ্যে সাংবাদিকরা অন্যতম। খবর সংগ্রহে সাংবাদিকদের ঝুঁঁকি এড়াতে ও করোনাভাইরাস প্রতিরোধের জন্য সবার আগে তাদের সুরক্ষা দরকার হলেও বাস্তব চিত্রটা ভিন্ন। সারাদেশের মোট সংবাদকর্মীদের মধ্যে সামান্য সংখ্যক সংবাদকর্মী সুরক্ষা সামগ্রী পেলেও অন্যান্যর সেই সুবিধা থেকে বঞ্চিত থাকার কারনে দেশে ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন অর্ধ-শতাধিক সাংবাদিক। ঘাতক করোনার থাবায় শহীদ হয়েছেন এক সাংবাদিক। দেশের অন্যান্য এলাকার ন্যায় আমাদের এই কমলগঞ্জ উপজেলায়ও একজন সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন। এহেন পরিস্থিতিতে সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি মাথায় নিয়ে নিজস্ব অর্থায়নে বাবু প্রদীপ পাল আজ সাংবাদিকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণের করে যে উৎসাহ দিয়েছেন তা নিঃ সন্দেহে প্রশংসনীয়।