রাজু দত্ত, কমলগঞ্জ ( মৌলভীবাজার ) প্রতিনিধি ।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে শনিবার (২৩ ফেব্রুয়ারি) প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চা তৈরি করতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চাসহ একে অপরকে সহযোগিতা করা, শ্রদ্ধা প্রদর্শন, শতভাগ শিক্ষার্থী ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা, পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিতকরণ, ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার জানান, শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতেই এই স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। শনিবার সকাল ৯টায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। বিকেলে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।