রাফি আহমদ রিপন, কমলগঞ্জ।। লকডাউনের শর্তাবলী কার্যকর এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ পৌর বাজারে আজ মঙ্গলবার (২ জুন) বিকাল ৪ টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ।
কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের সহায়তায় পরিচালিত এ ভ্রাম্যমান আদালত মোট ৪টি মামলায় নগদ ২হাজার ২শত’ টাকা জরিমানা আদায় করেছেন।
কমলগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী যৌথ ও ভ্রাম্যমান আদালত পরিচালনা সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি নির্দেশনা না মেনে দোকান পাট খোলা রাখা, ও মোটরসাইকেল চালানো সরকারি আদেশ অমান্য করার কারণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ অভিযান চলমান থাকবে । সরকারি নির্দেশনা মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।