Breaking News
Home / কমলগঞ্জ / কমলগঞ্জে ১৭ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ লক্ষীকান্ত সিংহ-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জে ১৭ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ লক্ষীকান্ত সিংহ-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা রিপোর্ট ॥ কমলগঞ্জে নিখোঁজের ১৭ দিনেও উদ্ধার হয়নি লক্ষীকান্ত সিংহ নামে এক ব্যক্তি। উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ী গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত সিংহ (৫০) গত ২৬ ডিসেম্বর ২০২০ইং সকাল আনুমানিক সাড়ে ৭টায় চাকুরী করার উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। পরবর্তীতে আত্মীয় স্বজন ও সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। তাঁর গায়ের রং ফর্সা, শারীরিক গঠন মাঝারী, মুখমন্ডল গোল আকৃতির, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। পরনে ছিল কালো রংয়ের জ্যাকেট ও কালো রংয়ের প্যান্ট। তিনি দেশের প্রচলিত ভাষা ও মণিপুরী আঞ্চলিক ভাষায় কথা বলেন। এ ঘটনায় নিখোঁজ লক্ষীকান্ত সিংহের স্ত্রী কৃষ্ণা সিংহ বাদী হয়ে গত ১ জানুয়ারি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং ৩৮, তারিখ-০১/০১/২০২১ইং) করেন। নিখোঁজ লক্ষীকান্ত সিংহের প্রথম শ্রেণিতে পড়ুয়া এক ছেলে ও নাসিং এ অধ্যয়নরত এক মেয়ে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু-কমলগঞ্জ বার্তা

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার  সদর ইউনিয়নের কালাছড়া এলাকায় গাছ চাপায় এক বৃদ্ধার ...