বিশেষ প্রতিনিধি:
“চলে যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আজ ২৪ শে মে সন্ধ্যায় মোলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৬০ পিচ ইয়াবাসহ আহমদ আলী ও বদরুল আলম নামে দুই ইয়াবা ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। এসআই চম্পক দামের নেতৃত্বে রাতে কুমড়াকাপন গ্রাম হতে আহমদ আলী ও বদরুল আলমকে ধলাই ব্রীজ এলাকা হতে ইয়াবা বিক্রি সময় রাত সাড়ে ১০টায় আটক করা হয়। তারা দীর্ঘ দিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত বলে পুলিশ নিশ্চিত করে। এসআই চম্পক দাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে আটকের কথা জানিয়েছে।