ষ্টাফ রিপোর্টার ।। কমলগঞ্জ উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির এক সভা ৫ নভেম্বর রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুদকের মৌলভীবাজার-হবিগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মলয় কুমার সাহা।
উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের পরিচালনায় সভায় বিশেষ অথিতি ছিলেন দুদকের সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, আব্দুস ছালাম, আব্দুল মতিন, মোশাইদ বক্স চৌধুরী, মুন্না রায় প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য দুদকের মৌলভীবাজার-হবিগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মলয় কুমার সাহা বলেন, দুর্ণীতি সরাতে হলে গণ সচেতনতা ও সততা সৃষ্টি করতে হবে, সমাজে ভালো লোক আছে বলেই দেশ আছে, সমাজ আছে, এ সমাজকে দূর্ণীতিমুক্ত করতে হবে।
Check Also
কমলগঞ্জে অগ্নিকান্ডে ব্যবসায়ীর ৪ লক্ষাধিক টাকার ক্ষতি-কমলগঞ্জ বার্তা
কমলগঞ্জ প্রতিনিধি ॥ কমলগঞ্জে অগ্নিকান্ডে একটি মুদির দোকান পুড়ে ব্যবসায়ীর প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন ...