উপজেলার বিভিন্ন সড়কে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট ছোট যানবাহন চলাচল করছে। আইনশৃংখলা এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে কারফিউ জারি করতে হবে। এ অবস্থায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ার আগেই মানুষকে ঘরে আটকে রাখতে কঠোর হতে হবে।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, বিনা কারণে কেউ বাসা-বাড়ি থেকে বের হলে তাদের বুঝিয়ে শুনিয়ে ফেরত পাঠানো হচ্ছে। তার পরও লোকজন শিক্ষা নিচ্ছে না। তাদের মধ্যে কোনো ধরনের ভয় কাজ করছে না। আমরা কঠোর হয়েছি। সামনের দিনগুলোতে আরো কঠোর হবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।
Check Also
কমলগঞ্জের পৌর নির্বাচনে প্রচারণায় পিছিয়ে নেই বিএনপি! চলছে মেয়র প্রার্থীর মিছিল ও পথসভা-কমলগঞ্জ বার্তা
কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ ২য় ধাপে আগামী ১৬ জানুয়ারি পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজারের ...