Breaking News
Home / কমলগঞ্জ / || কমলগঞ্জ থানার ওসিকে আদমপুর ব্যবসায়ী সমিতির সংবর্ধনা ||

|| কমলগঞ্জ থানার ওসিকে আদমপুর ব্যবসায়ী সমিতির সংবর্ধনা ||

কমলগঞ্জ বার্তা রিপোর্ট #

মৌলভীবাজারের কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: বদরুল হাসানের অন্যত্র বদলী উপলক্ষে আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার বিকাল ৪টায় আদমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানার সভাপতিত্বে যুবনেতা সাদেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, সাংবাদিক সংস্কৃতিকর্মী শাব্বির এলাহী, সমাজসেবক বামডো সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লঅব সম্পাদক শাহীন আহমদ, ব্যবসায়ী নেতা রাসেল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কমলগঞ্জ থানার বিদায়ী ওসি মো: বদরুল হাসানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু-কমলগঞ্জ বার্তা

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার  সদর ইউনিয়নের কালাছড়া এলাকায় গাছ চাপায় এক বৃদ্ধার ...