কমলগঞ্জ বার্তা ডেস্ক।।
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র ৮০০ পরিবারকে ঈদের উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করেছেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় আদমপুর রোডস্থ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে পৌর এলাকার বিভিন্ন স্থান হতে আগতদের নগদ অর্থ তুলে দেন পৌর মেয়র জুয়েল আহমেদ। এ সময় তার সঙ্গে ছিল একমাত্র ছেলে ইরফান আহমেদ জিনান। মেয়র বৃহস্পতিবার ৫শত, ও শুক্রবার আরো ৩শত পরিবারকে উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করেন। আলাপকালে পৌর মেয়র জুয়েল আহমেদ বলেন, মহামারী নভেল করোনা ভাইরাসে ইতিমধ্যে কমলগঞ্জে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। তাই জনসচেতনতা অতীব জরুরী। করোনা ভাইরাসের কারনে সবকিছু বন্ধ থাকায় পৌর এলাকার নাগরিকরা কর্মহীন হয়ে পড়েছে। তাই তাদের সহযোগীতার জন্য নিজ উদ্যোগে অর্থ বিতরন করা হয়েছে।