Breaking News
Home / কমলগঞ্জ / কমলগঞ্জ পৌরসভায় মাতৃত্ব ভাতা বিতরণের উদ্ধোধন

কমলগঞ্জ পৌরসভায় মাতৃত্ব ভাতা বিতরণের উদ্ধোধন

কমলগঞ্জ বার্তা রিপোর্ট ।।

করোনা ভাইরাস প্রতিরোধে ‘ঘরে থাকুন, নিরাপদ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মাতৃত্ব ভাতাভোগীদের মধ্যে ভাতা বিতরণের উদ্ধোধনকরা হয়।

বৃহস্পতিবার(১৪মে) কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে ২৫০জন ভাতাভোগীর মধ্যে এই ভাতা বিতরণ করা হয়। ভাতার টাকা হিসেবে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে জনপ্রতি সাত হাজার দুই শত টাকা করে প্রদান করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইফ ড. মো: আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার (ওসি) মো: আরিফুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ বর্মা প্রমুখ। আরো উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের কর্মকতা মিতুল খান, এজেন্ট ম্যানেজার তানিয়া ইসলাম রাকি প্রমুখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে ডুবার পানিতে ডুবে মামা-ভাগনীর মৃত্যু-কমলগঞ্জ বার্তা

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জের আদমপুরে একটি ডুবার পানিতে ডুবে মামা-ভাগনীর করুন মৃত্যু হয়েছে। তারা হলো দশ ...