Breaking News
Home / আঞ্চলিক / কমলগঞ্জ পৌর মেয়রের আশু রোগমুক্তি কামনায় কমলগঞ্জ প্রেসক্লাবের দোয়া মাহফিল-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ পৌর মেয়রের আশু রোগমুক্তি কামনায় কমলগঞ্জ প্রেসক্লাবের দোয়া মাহফিল-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল ॥ কমলগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী নিবাহী সদস্য ও সাবেক আহবায়ক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ এর আশু রোগমুক্তি কামনায় ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন বেলা আড়াইটায় প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এনাম উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিলে সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমেদ প্রায় এক সপ্তাহ ধরে সর্দি, কাশি ও ঠান্ডাজনিত রোগে ভোগছেন। পরে কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায়, সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, অলক দেব, এম, এ, মোক্তাদির, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, শাহ আলম চৌধুরী, মিজানুর রহমান, মোনায়েম খান, সাইফুল ইসলামসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ পৌর মেয়রের শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে তাঁর বাসায় যান ও কিছু ফলমুল উপহার দেন। এসময় মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে ইখওয়ান সমাজকল্যাণ পরিষদের ঈদ ফুড প্যাক বিতরণ-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ প্রতিনিধি ॥ অদ্য ৩০/৭/২০২০ রোজ বৃহস্পতিবার বাদ আছর ভানুগাছ চৌমুহনীতে ইখওয়ান সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ...