কমলগঞ্জ বার্তা ডেস্ক ॥
মৌলভীবাজার জেলার জনবহুল পত্রিকা লন্ডন থেকে প্রকাশিত কমলগঞ্জ বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে যোগ দিলেন (শেখ এনামুল হোসেন) কমলগঞ্জ বার্তার সম্পাদক তুহিন আহমদ জহির এর কাছ থেকে
তিনি এদায়িত্ত প্রাপ্ত হন।
শেখ এনামুল হোসেন, চ্যানেল ফোর নিউজের কাতার প্রতিনিধি, দৈনিক মৌমাছিকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক আলোর শক্তি পত্রিকার সহ সম্পাদক, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য ও কমলগঞ্জ রিপোটার্স ইউনিটির সাবেক সদস্য। তিনি কমলগঞ্জ তথা মৌলভীবাজার জেলার সাংবাদিক অঙ্গনের জনপ্রিয়মুখ, শেখ এলামুল হোসেন ২০০৭ সালে তখনকার সাপ্তাহিক মৌমাছিকণ্ঠ (বর্তমানে দৈনিক) পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন, উললেখ্য তিনি কমলগঞ্জ বার্তা পত্রিকার সূচনা লগ্ন থেকে পত্রিকাটির নিয়মিত পাঠক, পরামর্শ দাতা ও শুভাকাংখী ছিলেন।
তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার, সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামে।
বর্তমান ঠিকানা।।
রাইয়ান বানি হাজরি -কাতার।
ইমেইল-hoessainanamul@gmail.com