Breaking News
Home / সভা-সেমিনার / কমলগঞ্জ বার্তা পাঠক ফোরাম গঠন ৮ নং মাধবপুর ইউনিয়ন

কমলগঞ্জ বার্তা পাঠক ফোরাম গঠন ৮ নং মাধবপুর ইউনিয়ন

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ অদ্য ০৫/১১/২০১৯ রোজ মঙ্গলবার বিকাল ০৪.০০ঘটিকার সময় মাধবপুর নোয়াগাও তালিমুল ক্বোরাআন মাদ্রাসার হল রুমে কমলগঞ্জ বার্তা পাঠক ফোরামের ৮নং মাধবপুর ইউপি শাখায় আহবায়ক কমিঠি গঠন হয়। মুহাম্মুদ সিহাব উদ্দীন এর সভাপত্বিতে ও তোফাজ্জল হুসাইনের পরিচালনায়, কমিঠি গঠনের লক্ষ্যে বক্তব্য রাখেন, পত্রিকার প্রতিনিধি ও পতনউষার ইউপি এডমিন, আবু আক্কাস, বার্তা সম্পাদক আমিনুল ইসলাম হিমেল, কমলগঞ্জ প্রতিনিধি মোঃ মালিক মিয়া, রহিমপুর ইউপি এডমিন শেখ অলিউর রহমান, আলোচনার পরিশেষে সবার মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যা নিম্নরূপে
আহ্বায়ক, মুহাম্মদ সিহাব উদ্দীন,
যুগ্ম আহ্বায়ক ১/ তোফাজ্জল হুসাইন,
২/অনিমেষ সিংহ,

সদস্য সচিব, কৃষ্ণা শর্মা,
সদস্য
১, মোঃ সোহেল তানভির,
২, মোঃ বুরহান উদ্দীন নিজামী,
৩,ইমদাদুল হক ইমন,
৪, মুজ্জাম্মিল হক নাহিদ,
৫,বদরুল ইসলাম,
৬,মিসবাহুর রহমান,
৭, প্রভাত গোহার।
পরিশেষে সভার সভাপতির বক্তব্যের মাধম্যে সকলের সু সাস্থ্য কামনা করে সমাপ্ত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে প্রবাসী মানবিক সহায়তা ফাউন্ডেশনের অর্থ বিতরণ- কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক রিপোর্ট ।। মৌলভীবাজার জেলার কমলগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শতাধিক গরীব, দু:স্থ ...