রাফি আহমেদ রিপন, কমলগঞ্জ ।।
করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে সৃষ্ট দূর্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কমলগঞ্জ সদর ইউনিয়নের দুস্থ ও অতিদরিদ্র কর্মহীন ৫০পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১মে) সকালে চেয়ারম্যান কক্ষে ৫০ জন উপকারভোগীর হাতে এই অর্থ সহায়তা তুলে দেন চেয়ারম্যান আব্দুল হান্নান। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান ১ সোলেমান হোসেন ভুট্রো, প্যানেল চেয়ারম্যান ২ মোঃ আব্দুল মতিন, কমলগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক, সামসুর রাজা চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ শাখার সচিব রাজন দত্ত রাজু, বিআর ডিবি‘র পরিদর্শক সমরজিৎ সিংহ, সাংবাদিক মোঃ হারুনুর রশিদ, সাংবাদিক নাদিয়া আক্তার নিয়ারুন, সাংবাদিক রতন দত্ত, সাংবাদিক সজিব দত্ত ঝুমন, ছাত্রলীগ নেতা অনিক দত্ত শিলু প্রমুখ।