রাজন দত্ত রাজু,কমলগঞ্জ প্রতিনিধি।।মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান করোনাভাইরাস : সচেতনতায় ৩০০ মাস্ক বিতরণ করেন রবিবার সকাল থেকে বিকাল পযর্ন্ত । ইউনিয়ন পরিষদের আওতাধীন বনগাঁও, সরইবাড়ি,উত্তর রাসটিলা বাঘমারা,কুমড়াকাপন লংগুর পার, জামিরকোনা উত্তর বালিগাওঁ এলাকার অসহায়দের মাঝে মাস্ক বিতরণ করেছেন । মাস্ক বিতরণ কালে, দৈনিক জাগো জনতা পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি রাজন দত্ত রাজু’র সাথে আলাপ কালে তিনি বলেন, আমরা সবাই যদি সচেতন হই, আর যার যার অবস্থান থেকে অন্যকে সচেতন করি তাহলে যেকোনো মহামারি থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করা সম্ভব।
মানুষকে সচেতন করাই মূল উদ্দেশ্য জানিয়ে তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ তার নিজ অবস্থান থেকে সচেতনামূলক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসুক। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা আরও এগিয়ে যাব।