Breaking News
Home / জাতীয় / করোনা শনাক্তের সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে ২৪ ঘণ্টায় ৪১ জন-কমলগঞ্জ বার্তা

করোনা শনাক্তের সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে ২৪ ঘণ্টায় ৪১ জন-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। তবে মৃত্যু বেড়েছে আগের দিনের চেয়ে। করোনা সংক্রমণ শনাক্তের হারও কমেছে। ১২ দশমিক ৩৮ শতাংশ হারে করোনা শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন শনাক্তের হার ছিল ১২ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪১ জন। সব মিলে দেশে ৩ লাখ ৩১ হাজার ৭৮ জনের করোনা শনাক্ত হলো। সব মিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৫৯৩ জন।আজ বুধবার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১২ জন নারী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ ২ হাজার ৯৯৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন। গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯২ জনের করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৩৬ জন। বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯৩টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৫৫টি নমুনা। এর আগের দিন ১৪ হাজার ৯৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি নমুনা।দেশে করোনায় প্রথম সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে গত ৮ মার্চ। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

মৌলভীবাজার-চাতলাপুর চেকপোস্ট সড়ক ও অন্যান্য সড়ক দ্রুত মেরামতের দাবিতে মানব বন্ধন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার থেকে চাতলাপুর চেকপোস্ট সড়কসহ জেলার সকল সড়ক দ্রুত মেরামতের দাবিতে মানব বন্ধন ...