কমলগঞ্জ প্রতিনিধি ।। মৌলভীবাজারের কমলগেঞ্জ কর্মহীন ৪০ জন চা শ্রমিকদের মধ্যে সঙ্কটে খাদ্য সহায়তা প্রদান করেছে রেটোরিক ফোর। বৃহস্পতিবার (২১ মে) বিকালে শমশেরনগর গির্জা মিশনে আনুষ্ঠানিকভাবে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
রেটোরিক ফোর এর পক্ষ থেকে শমশেরনগর, কানিহাটি, দেওছড়া ও চাতলাপুর চা বাগানের অসহায়, কর্মহীন ৪০ জন চা শ্রমিকের মধ্যে চাল, তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসিন পারভেজ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এম, এ, হামিদ, শমশেরনগর ইউপি সদস্য ইয়াকুব আলী, সীতারাম বীন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমীন মিল্টন, জয়নাল আবেদীন, চাতলাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি সাধন বাউরী, নারীনেত্রী মেরী রালফ, মিখাইল পিরেগু।
Check Also
কমলগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা-কমলগঞ্জ বার্তা
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ...