Breaking News
Home / স্থানীয় / দূর্যোগ ও দূর্ঘটনা / কলকাতা বিমানবন্দর পানিতে থইথই – কমলগঞ্জ বার্তা

কলকাতা বিমানবন্দর পানিতে থইথই – কমলগঞ্জ বার্তা

ছবি : সংগৃহীত

কমলগঞ্জ বার্তা অনলাইন ডেস্ক ॥

কলকাতায় স্মরণকালের ধ্বংসলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই উঠে এসেছে ধ্বংসলীলার খবর, তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ধ্বংস হয়ে গেছে। বাড়িঘর, নদী বাঁধ ভেঙে গেছে, ক্ষেত ভেসে গেছে।’

‘দক্ষিণবঙ্গ প্রায় ৯৯ শতাংশ শেষ হয়ে গেছে। একটা ডিজাস্টার হয়েছে, আমরা শকড। আমরা খুবই স্তম্ভিত, খুব খারাপ লাগছে।’

ঝড়ের ধ্বংসলীলা থেকে রেহাই পায়নি কলকাতা বিমানবন্দরও। পুরো বিমানবন্দ জুড়ে থইথই করছে পানি। ছবি দেখলে বোঝা যাবে না এটা বিমানবন্দরের ছবি, নাকি কোনো নদী। রানওয়ে থেকে শুরু করে হ্যাঙার, যেখানেই চোখ যাবে শুধুই পানি।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন’এর খবরে বলা হয়, বুধবার সন্ধ্যায় আম্পান ধ্বংসলীলা চালায় বিমানবন্দরেও। ভেঙে পড়ে বিমানবন্দরের হ্যাঙারও।

এয়ার ইন্ডিয়ার ওই হ্যাঙারে একটি বিমানও রাখা ছিল। তবে হ্যাঙার ভাঙলেও বেঁচে গেচে বিমান। বিমানের কোনো ক্ষতি হয়নি।

তবে অন্যান্য হ্যাঙারগুলোর অবস্থা খুবই খারাপ। সবকিছু ঠিকঠাক করে আবার আগের অবস্থায় ফিরে আসতে সময় লাগবে বলে জানান কর্মকর্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

মৌলভীবাজার সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরোও এক জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা উপসর্গ নিয়ে মনা মিয়া (৩০) নামে ...