কাতারে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বাংলাদেশ স্কুলের ৫১ শিক্ষার্থী
April 4, 2018
আন্তর্জাতিক
554 Views
কমলগঞ্জ বার্তা ডেস্ক,রিপোর্ট॥
বাংলাদেশের মতো কাতারেও শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এ বছর বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নিচ্ছেন মোট ৫১জন পরীক্ষার্থী। এঁদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৪৮ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ৩ জন। স্কুল সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এঁদের মধ্যে ২০ জন মেয়ে এবং ২৮ জন ছেলে। আবুহামোর এলাকায় অবস্থিত বাংলাদেশ স্কুলের নিজস্ব ভবনে পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব মো. আসগর হোসেন। এছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অধ্যক্ষ মো. জসিমউদ্দীন এবং কেন্দ্র সচিব হিসেবে হাইস্কুল প্রধান এটিএম আসাদুজ্জামান ও সহকারী সচিব হিসেবে পরিসংখ্যান প্রভাষক মো. হেলালউদ্দীন রয়েছেন।
2018-04-04