কুলাউড়া প্রতিনিধি ।।
মৌলভীবাজারের কুলাউড়ায় তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস) এর উদ্যোগে ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭ শত ৫০ জন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার ৩০ মে বিকেল ৪টায় করোনা পরস্থিতির প্রভাবে অসহায়, গৃহবন্দী ও গরীব লোকদের মধ্যে খাদ্য সহায়তা হিসাবে ৪ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ মিলি লি তৈল, ১কেজি ডাল, ১কেজি লবন বিতরণ করা হয়।
এসব ত্রান বিতরণ কালে তরুণ সনাতনী সংঘ (টি এস এস) কুলাউড়া উপজেলা শাখার সভাপতি অজয় দাস এর সভাপতিত্বে ও ডা. পিংকু মোহন দাসের সঞ্চালনায় উক্ত ত্রাণ বিতরণী অনুষ্টানে প্রধান অতিথিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র শফি আলম ইউনুছ । সংক্ষপ্তি আলোচনায় অংশ নেন বাংলাদশে পূজা উদযাপন পরিষদ, কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসনে মনসুর উদ্দিন, টি এস এস এর উপজেলা সহ: সভাপতি ডা. বিজয় মল্লকি, সহ:সভাপতি বজিন দাস, সাধারণ সম্পাদক সুজতি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মল্লিক, সাংগঠনিক সম্পাদক বিপুল দাস, দিলীপ ঘোষ, শ্যামল দাস, রুমন সাহা, গৌরা দবে, প্রসনেজতি কুন্ডু, সুজতি র্বধন প্রমুখ ।