রাজু দত্ত ।।
ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর প্রেসক্লাব পরিদর্শন করে সেখানকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ। সরস্বতী পুজা উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় কৈলাসহর প্রেসক্লাবে অনুষ্টিত এ মতবিনিময় অনুষ্টানে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিনিধি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক ধূর্জুটিপ্রসাদ দেব, ডেইলি দেশের কথা প্রতিনিধি বিশ্বজিৎ ভট্টাচার্য্য, আজকের সোমবার প্রতিনিধি চারুকৃষ্ণ কর, ত্রিপুরা প্রবাহ প্রতিনিধি প্রলরেন্দু চৌধুরী, চ্যানেল দিনরাত প্রতিনিধি দেবাশিষ দত্ত, খবর ত্রিপুরা প্রতিনিধি অরিন্দম দে, ত্রিপুরা পাইওনিয়ার প্রতিনিধি উত্তম সিংহ ও প্রতিবাদী কলম প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য, পিন্টু দেবনাথ এক সংক্ষিপ্ত সফরে গত ২৪ জানুয়ারি শুক্রবার ভারতে যান। সেখানে সাংবাদিক, কবি, সাহিত্যিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে মতবিনিময় করেন। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার তিনি বাংলাদেশে ফিরে আসেন।