স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে একটি পরিত্যক্ত পানির কূপের ভেতর থেকে ছাগল উঠাতে গিয়ে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে।
ফায়ার সাভিস ও বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দরা জানান, ১৬ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে চাতলাপুর চা বাগানের রাবন বাউরীর ঘরের পিছনে পরিত্যক্ত প্রায় ৪০ ফুট গভীর পানির কূপের ভেতর দু’টি ছাগল পড়ে যায়। ছাগল দু’টি উদ্ধার করতে প্রথমে কূপে নামেন দুর্গাচরন বাউরী (৪৬)। কিছুক্ষণ অপেক্ষা করে দুর্গাচরনকে উঠাতে নামেন ভাতিজা রাজু বাউরী (২৫)। নিহত দুর্গাচরন বাউরী চাতলাপুর চা বাগানের মোহন বাউরীর ছেলে ও রাজু বাউরী একই বাগানের রাবন বাউরীর ছেলে। পরবর্তীতে আরও দুই যুবক কূপে নামতে চাইলে বাগান ম্যানেজমেন্ট ও পঞ্চায়েত আপত্তি করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে কমলগঞ্জ ও মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২টি ইউনিট অভিযান চালিয়ে সোয়া ৫টায় চাচা ভাতিজার মৃত দেহ উদ্ধার করা হয়। পরে তাদের সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্তের জন্য কুলাউড়া পুলিশের কাছে হস্থান্তর করা হয়। চাতলাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি সাধন বাউরী বলেন, কূপে পড়া ছাগল উদ্ধার করতে গিয়ে চা বাগানের দুই যুবকের মৃত্যু হয়। মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার জালাল আহমদ সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই জনের মৃত দেহ উদ্ধার করা হয়। গভীর গর্ত থাকায় অক্সিজেনের অভাবে এই দুই যুবকের মৃত্যু হয়েছে।
Home / আলোচিত খবর / চাতলাপুর চা বাগানে কূপ থেকে ২ ছাগল উদ্ধার করতে গিয়ে ২ জনের মৃত্যু-কমলগঞ্জ বার্তা
Check Also
কমলগঞ্জের শমশেরনগর শহীদ মিনারে সিএনজি স্ট্যান্ড-কমলগঞ্জ বার্তা
কমলগঞ্জ বার্তা রিপোর্ট ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পোস্ট অফিসের সম্মুস্থ প্রধান শহীদ মিনারটি সিএনজি অটো রিক্স্রা ...