বিশেষ প্রতিনিধি ।।
টানা দুই মাস ২ দিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল বন্দর দিয়ে আবার শুরু হয়েছে ভারতের ত্রিপুরা ও আসামের একাংশের সাথে ভারত–বাংলাদেশের আমদানি রপ্তানি কার্যক্রম ।
জানা যায়, দেশের বিভিন্ন স্থল বন্দর ও স্থল শুল্ক স্টেশন দিয়ে সীমিত আকারে আমদানি রপ্তানি কার্যক্রম শুরুর ফলে ভারতের ত্রিপুরার উনকোটি জেলা প্রশাসন ও ব্যবসায়ীরা ভারতের মনু ও বাংলাদেশের চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি–রপ্তানি শুরুর উদ্যোগ নিয়েছিলেন। তবে ত্রিপুরার কৈলাশহরের মনু শুল্ক স্টেশন এলাকায় ভারতীয় নাগরিকরা টানা ৩দিন অবস্থান নিয়ে আমদানি–রপ্তানি শুরু না করার বিরুদ্ধে আন্দোলন করলে ঊনকোটি জেলা প্রশাসন এ শুল্ক স্টেশন দিয়ে কোন প্রকার আমদানি রপ্তানি শুরু হবে না মর্মে নির্দেশনা দিয়েছিলেন।
এ নিয়ে ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহরের আমদানি–রপ্তানিকারকরা দফায় দফায় সংবাদ সম্মেলন করে ঊনকোটি জেলা প্রশাসনের কাছে এ পথে আমদানি রপ্তানি কার্যক্রম শুরুর অনুমতি প্রার্থনা করেন। অবশেষে ঊনকোটি জেলা প্রশাসন বাংলাদেশের চাতলাপুর ও ভারতের মনু স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি–রপ্তানি কার্যক্রম শুরুর অনুমতি দেন। ফলে ২ মাস বন্ধ থাকার পর গত ২৩ মে প্রথম দফায় বাংলাদেশ থেকে ৪ ট্রাক সিমেন্ট রপ্তানি করা হলেও বুধবার (২৭ মে) ত্রিপুরার কৈলাশহর থেকে ৪ ট্রাক আঙ্গুর ও আপেল আমদানি করেন বাংলাদেশী ব্যবসায়ীরা।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের আমদানি–রপ্তানিকারক সাইফুল ইসলাম ও আজিজুর রহমান চৌধুরী বলেন, টানা দুই মাসের ব্যবসা বন্ধে দুই দেশের ব্যবসায়ীরা বড় ধরণের ক্ষতির সম্মুখীন হয়েছে। দুই দেশের ব্যবসায়ীরা নিজ দেশের প্রশাসন পর্যায়ে আলোচনা করলে গত ২৩ মে থেকে এ পথে আমদানি–রপ্তানি শুরু হয়েছে। তবে ঈদের ছুটি হিসেবে ২ দিন বন্ধ রেখে ২৭ মে থেকে পুরোদমে এ পথে আমদানি–রপ্তানি শুরু হয়েছে।