কমলগঞ্জ বার্তা ডেস্ক ।। বাংলার মাতৃভাষা অর্জনের ৬৮ বছরে পদার্পণে যথাযোগ্য মর্যাদায় কমলগঞ্জ উপজেলায় চাম্পারায় চা বাগান এলাকায় যথাযোগ্য মযর্দায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চাম্পারায় চা বাগান বাজারের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চাম্পারায় যুব সমাজ আয়োজন করে বিভিন্ন সেবামূলক কার্যক্রম । কর্মসূচির শুরুতে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে আয়োজকরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুভ আরম্ভ করেন । স্বেচ্ছাসেবী সংগঠন মণিপুরী মানবকল্যাণ সংস্থার রক্তদান বিষয়ক প্রকল্প মণিপুরী ব্লাড ব্যাংক এর সার্বিক সহযোগিতায় সেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সেখানে ও থ্যালাসেমিয়া প্রতিরোধ সচেতনতামূলক লিফলেট বিতরণ ও কাউনসিলিং করা হয় চা শ্রমিকদের মাঝে। এসময় চাম্পারায় যুব সমাজের আয়োজকরা ও মণিপুরী ব্লাড ব্যাংক এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।